সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তের ইছামতি নদী থেকে এক ব্যক্তির (৫০) অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খারহাট সীমান্তে নদী থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার খরহাট এলাকায় সীমান্তের ইছামতি নদীর তীরে ফাঁসজালে জড়ানো চেকের লুঙ্গি পরা উপুড় অবস্থায় ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পার্শ্ববর্তী শুইলপুর বিজিবি ক্যাম্পে খবর দেয়। বিজিবি ক্যাম্পের সদস্যরা বিষয়টি কালিগঞ্জ থানায় জানালে উপ-পরিদর্শক ফাহাদ হোসেন বেলা ১ টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং তিনি বাংলাদেশ নাকি ভারতের নাগরিক সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
খুলনা গেজেট/এনএম