খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ : মোরেলগঞ্জে আ.লীগের কমিটি নিয়ে সংঘর্ষে আহত ১৫

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই গ্রæপের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদরে মধ্যে রক্তাক্ত জখমী ওয়ার্ড যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, মো. আজিজ শেখ, ওয়ার্ড মেম্বার মো. মিলন শেখ, মো. খায়রুল শেখ, রুম্মান তালুকদার, ডালিম শেখ ও আশ্রাব আলী শেখকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড গাবতলা গ্রামে আওয়ামী লীগের কমিটি গঠনের সভায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ১ ঘন্টা ধরে সদর ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা অবরুদ্ধ ছিলো।

হামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান লাল, সভাপতি প্রার্থী ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান জাকির, শাওন শেখ, নাজমুল হাসান, আরিফ শেখ, আউয়াল তালুকদার আহত হয়েছেন। এ সময় সভাস্থলে থাকা চেয়ার টেবিল ও ওয়ার্ড মেম্বার জাকির তালুকদারের অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে।

ইউনিয়ন আওয়ামী লীগের আহŸায়ক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা বলেন, তার স্বাগত বক্তৃতা শেষ হবার আগেই স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউপি মেম্বার জাকির তালুকদারের নেতৃত্বে একটি বাহিনী লাঠিসোটা ও অতর্কিতে হামলা করে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!