খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ : হাইকোর্ট
  দুবাই পালানোর সময় মানবপাচারকারী রনি চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেপ্তার

প্রতারণা মামলায় ইউপি চেয়ারম্যানের ৬ মাসের জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ৪ লাখ ২০ হাজার টাকার প্রতারণার মামলায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা স ম মোর্শেদ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ সম পরিমাণ টাকা জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় এক জনাকীর্ণ আদালতে সাতক্ষীরা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারুক ইকবাল এ রায় ঘোষণা করেন।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার নাকিলা গ্রামের মৃত চাঁদ আলী সরদারের ছেলে ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি।

মামলার বিবরণে জানা যায় , কলারোয়া উপজেলা সদরের কুশোডাঙ্গা গ্রামের নুর বক্সের ছেলে রবিউল ইসলামকে ২০১৩ সালে কাজিরহাট হাইস্কুলের প্রধান শিক্ষক পদে নিয়োগের প্রতিশ্রুতিতে ৪ লাখ ২০ হাজার টাকা গ্রহণ করেন স ম মোর্শেদ। কিন্তু পরবর্তীতে নিয়োগ না দিয়ে প্রতারণা করতে থাকেন নাকিলা গ্রামের মৃত চাঁদ আলী সরদারের ছেলে কেরালকাতা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স ম মোর্শেদ আলী।

উপায়ন্তর হয়ে ভুক্তভোগী রবিউল ইসলাম প্রতারণার অভিযোগে স ম মোর্শেদ আলীর বিরুদ্ধে সাতক্ষীরা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে ২০১৩ সালের ১৪ নভেম্বর একটি মামলা দায়ের করেন। যার নং- মামলা নং ১৫৭।
উক্ত মামলায় দীর্ঘ শুনানীন্তে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতের বিচারক আসামি ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলীকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম করার দণ্ড ও ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা প্রদানের আদেশ দেন।

এদিকে মামলার রায়ে বাদী রবিউল ইসলাম সন্তোষ প্রকাশ করেছেন।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সম মোর্শেদ বলেন, বিষয়টি আংশিক সত্য। বিদ্যালয়ের তৎকালিন প্রধান শিক্ষক ও আমি নিয়োগের জন্য টাকা নিয়েছিলাম। কিন্তু নিয়োগ দিতে পারিনি। কিছু টাকা ফেরতও দিয়েছি। যেহেতু চেক টা আমার নামে ছিলো। সে কারণে রবিউল ইসলাম আমার বিরুদ্ধে মামলা করেছে। রোববার অথবা সোমবারের মধ্যে বিষয়টির সমাধান করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!