খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি হত্যা মামলায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগ নেতা মো. আজগর বিশ্বাস ওরফে তারা বিশ্বাসের মালিকানাধীন ‘বিশ্বাস প্রোপার্টিজের’ অফিস ও বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে নগরীর রায়েরমহল এলাকায় অভিযান চালিয়ে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের কম্পিউটার হার্ডডিস্ক জব্দ করে নিয়ে যায়।
বিশ্বাস প্রোপার্টিজের কর্মচারীরা জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহার নেতৃত্বে পুলিশ রায়েরমহল এলাকায় বিশ্বাস প্রোপার্টিজের অফিসে অভিযান চালায়। প্রায় ৩০ মিনিট ভেতরে অবস্থান করে বেরিয়ে আসে তারা। পরে পাশেই তার বাসায় অভিযান চালায়। বাসায় প্রবেশের পর ভেতর থেকে গেটে তালা দিয়ে দেয়। ফলে গণমাধ্যমের কেউ বা অন্য কেউ ভেতরে প্রবেশ করতে পারেনি। অফিস ও বাসা থেকে পুলিশ ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের কম্পিউটার হার্ডডিস্ক নিয়ে যায় বলে জানান তারা। তবে অভিযানের পর ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি।
প্রসঙ্গত, গত ৬ জুলাই রাতে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শরাফপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ রবিউল ইসলাম নিহত হন। পরদিন নিহতের স্ত্রী শায়লা ইরিন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনের নামে হত্যা মামলা দায়ের করেন। পরে গত ৮ জুলাই দুপুরে এ মামলার এজহারভুক্ত আসামি ও জেলা আওয়ামী লীগের সদস্য আজগর বিশ্বাস ওরফে তারা বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ।
খুলনা গেজেট/এমএম