খুলনা, বাংলাদেশ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
  চুয়াডাঙ্গায় ট্রেনের বগি লাইনচ্যুত : খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
  খুলনা নগরীর ওয়েস্টার্ন ইন হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

ইউটিউবের নতুন এআই প্রযুক্তি, কন্টেন্ট নির্মাতাদের শঙ্কা

গেজেট ডেস্ক

ইউটিউব এখন এক জনপ্রিয় বিনোদনের উৎস। শখ কিংবা অনলাইনে আয় করার লক্ষ্যে অনেকেই ইউটিউব চ্যানেল খুলে নিয়মিত ভিডিও আপলোড করেন।

তবে ভিডিওর মান ভালো হলেও ভিউ ও লাইক কম হলে আয়ের পরিমাণও কমে যায়। তাই নির্মাতারা ভিডিওর ভিউ ও লাইক বাড়াতে নানা রকম চেষ্টা করেন। সম্প্রতি ইউটিউবের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কারণে নির্মাতাদের আয় ও ভিউ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নতুন এআই সার্চ চালুর ফলে ব্যবহারকারীরা ইউটিউব সার্চে ভিডিওর থাম্বনেইল ও তথ্যের সারাংশ দেখতে পাচ্ছেন। থাম্বনেইলে ট্যাপ করলেই ভিডিও চালু হচ্ছে। ফলে ব্যবহারকারীরা পুরো ভিডিও না দেখেও প্রয়োজনীয় তথ্য পেয়ে যাচ্ছেন। এতে সব ভিডিওতে ক্লিক করার প্রয়োজন পড়ছে না।

এ কারণে ভিডিওর ভিউ ও লাইক কমে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন এই ফিচার আপাতত যুক্তরাষ্ট্রের ইউটিউব প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। এতে করে গুগল তাদের সার্চ ও কনটেন্ট ডিসকভারি ব্যবস্থায় জেনারেটিভ এআই ব্যবহারের পরিধি আরও বাড়িয়েছে।

গুগল সার্চে ‘এআই ওভারভিউ’ যেভাবে তথ্যের সারাংশ দেখায়, ইউটিউবেও ঠিক একইভাবে সার্চ ফলাফলে এআই সারাংশ দেখানো হচ্ছে।

ইউটিউবের এক ব্লগ বার্তায় বলা হয়েছে, প্রিমিয়াম ব্যবহারকারীরা এ সুবিধা ইতিমধ্যেই পছন্দ করছেন। বিশেষ করে শিক্ষামূলক ভিডিও থেকে তারা অতিরিক্ত তথ্য পাচ্ছেন এবং নিজেদের জ্ঞান যাচাই করতে পারছেন।

তবে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ব্যবহারকারীদের জন্য এটি সুবিধাজনক হলেও নির্মাতাদের জন্য উদ্বেগের কারণ। ভিডিওর সারাংশ দেখা গেলে অনেকে ভিডিও না দেখেই তথ্য পেয়ে যাবেন। এতে ভিউ, মন্তব্য, লাইক ও নতুন সাবস্ক্রাইবার কমে যেতে পারে। এর প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে আয়ের ওপরও।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!