খুলনা, বাংলাদেশ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ভুয়া এলসির মাধ্যমে আইএফআইসি ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় শেখ ব্রাদার্স এর মালিক এস এম হাফিজুর রহমানের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত

ইউক্রেন জুড়ে রাশিয়ার নতুন হামলা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে এযাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। শনিবার রাতভর দেশটির বিভিন্ন শহরকে লক্ষ্য করে ৩৬০টি ড্রোন নিক্ষেপ করেছে রুশ সেনারা; এতে নিহত হয়েছেন অন্তত ১২ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন।

রোববার (২৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেঙ্কো। বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, “এটি ছিল ইউক্রেনের বেসামরিক লোকজনকে লক্ষ্য করে পরিচলনা করা সমন্বিত ও নিষ্ঠুর একটি হামলা। শত্রুরা আরও একবার জানান দিলো যে তাদের লক্ষ্য হলো কেবল হত্যা ও ভীতি সঞ্চার করা।

পৃথক এক পোস্টে রাশিয়ার এই ড্রোন হামলার কঠোর সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জারি করতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বানও জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় জেলেনস্কি লিখেছেন, “যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের নিশ্চুপ থাকা এই যুদ্ধ থামাতে কোনো সহযোগিতা করছে না, বরং পুতিনকে আরও উৎসাহিত করছে। শনিবার যে হামলা চালাল আগ্রাসনকারী রুশ বাহিনী— রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জারির জন্য এ ধরনের হামলা যথেষ্ট।”

জেলেনস্কির এই আহ্বানকে সমর্থন করে পৃথক এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের শীর্ষ কর্মকর্তা বা চিফ অব স্টাফ আন্দ্রিয়ে ইয়েরমাক, “মস্কো ততদিন লড়াই করবে, যতদিন তাদের অস্ত্র উৎপাদনের ক্ষমতা থাকবে। তাই রাশিয়াকে যদি চাপে রাখা না যায়, এই যুদ্ধ থামবে না।”

এদিকে এ ব্যাপরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে রয়টার্সকে তারা জানিয়েছেন, আগের দিন শুক্রবার রাশিয়াকে লক্ষ্য করে অন্তত ৯৫টি ড্রোন ছুড়েছিল ইউক্রেনীয় বাহিনী। এসব ড্রোনের মধ্যে ১২টি নিক্ষেপ করা হয়েছিল সরাসরি মস্কোকে লক্ষ্য করে। লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই অবশ্য সবগুলো ড্রোন ধ্বংস করে ফেলতে পেরেছিল রাশিয়ার আকাশ সুরক্ষা ব্যবস্থা।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের শুক্রবারের হামলার জবাব দিতে শনিবার রাতের এ হামলা চালানো হয়েছে।

সূত্র : রয়টার্স

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!