কিয়েভের মসনদ থেকে অযোগ্যদের সরিয়ে দিয়ে ক্ষমতা ইউক্রেনের সেনাদের নিজের হাতে নেয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেন, ‘অযোগ্য ক্ষমতাসীনদের সরিয়ে দিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনী ও মস্কো এক হয়ে গেলে সমঝোতা চুক্তিতে পৌঁছানো সহজ হবে।’
কিয়েভের শাসকদের সন্ত্রাসী উল্লেখ করে পুতিন বলেন, ‘এই শাসকগোষ্ঠী সন্ত্রাসীদের মতো আচরণ করছেন। তারা নিরীহ জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করছেন। এতে করে কিয়েভে হতাহতের সংখ্যা বেড়েই চলছে।’
এর পর ইউক্রেনের সেনাদের উদ্দেশ করে বক্তব্য দেন পুতিন।
তিনি বলেন, ‘আমি ইউক্রেনের সেনাবাহিনীর সদস্যদের প্রতি অনুরোধ জানাচ্ছি, ক্ষমতাসীন নিও-নাজি ও দখলবাজদের হটিয়ে দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা নিজেদের হাতে তুলে নিন। ক্ষমতাবাজরা আপনাদের সন্তান-স্ত্রী ও বয়োজ্যেষ্ঠদের মানববর্ম হিসেবে ব্যবহার করে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে।’
রুশ সামরিক অভিযানে ইউক্রেন ছাড়ছে হাজার হাজার মানুষ। কিয়েভের স্টেশনগুলো ভরে গেছে বাড়ি-ঘর ছাড়া মানুষে। ইউক্রেনবাসী প্রতিবেশী দেশ পোল্যান্ড ও মলদোভা সীমান্তের দিকে ছুটছে।
রাজধানী রক্ষায় প্রতিরোধ যুদ্ধ শুরু করেছে ইউক্রেনের সেনা ও কিয়েভের বাসিন্দারা। ইউক্রেনের নিয়মিত সেনাদের সঙ্গে যোগ দিয়েছে রিজার্ভ সেনারাও।
সংরক্ষিত এসব সেনাদের মাঝে গোলাবারুদসহ অন্তত ১৮ হাজার অস্ত্র সরবরাহ করা হয়েছে। তাদের সহযোগিতায় এগিয়ে আসছেন অনেক সাধারণ নাগরিকও।
খুলনা গেজেট/ এস আই