খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

ইউক্রেনের প্রয়োজনীয় সব অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জা‌তিক ডেস্ক

রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনের ‘যত অস্ত্র প্রয়োজন’- সব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান রোববার এ কথা জানান। এমন খবর দিয়েছে রয়টার্স।

সুলিভান বলেন, রাশিয়া কর্তৃক বিভিন্ন অঞ্চল দখল, বেসামরিকদের ওপর হামলা—ওয়াশিংটন যাকে যুদ্ধাপরাধ বলছে, তা প্রতিরোধে বাইডেন প্রশাসন ইউক্রেনকে আরও অস্ত্র দেবে।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সুলিভান বলেন, রাশিয়া আরও শহর দখল করছে, সেখানে তারা অপরাধযজ্ঞ চালাচ্ছে। রাশিয়ানদের হটাতে ইউক্রেনের যত অস্ত্র প্রয়োজন, তা আমরা দিতে যাচ্ছি।

ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলোর আনা যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছে মস্কো।

এনবিসি নিউজের মিট দ্য প্রেসে সুলিভান বলেন, যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব অস্ত্র ইউক্রেনে পৌঁছে দিতে কাজ করছে। পাশাপাশি অন্যান্য দেশের অস্ত্র পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সমন্বয় করছে। তিনি বলেন, প্রতিদিন অস্ত্র আসছে। এমনকি আজও এসেছে।

গত সপ্তাহে হোয়াইট হাউজ জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইউক্রেনকে ১ দশমিক ৭ বিলিয়ন ডলারের সামরিক সহযোগিতা দিয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!