খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

ইউক্রেনকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক

আসরের প্রথম ম্যাচেই বড় ধাক্কা। মরক্কোর বিপক্ষে হেরেই যায় আর্জেন্টিনা। তবে সে ধাক্কা সামলে আগের ম্যাচেই। ইরাকের বিপক্ষে দারুণ জয় তুলে নেওয়ার পর এবার ইউক্রেনের বিপক্ষেও জয় তুলে নিয়েছে দলটি। তাতে প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে উঠেছে হ্যাভিয়ার মাসচেরানোর দল।

মঙ্গলবার ফ্রান্সের গ্রুপামা স্টেডিয়ামে অলিম্পিক গেমসের ফুটবল ইভেন্টের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে গোল দুটি করছেন থিয়াগো আলমাদা ও ক্লাদিও এচেভেরি।

এদিকে একই গ্রুপের অপর ম্যাচে ইরাককে ৩-০ ব্যবধানে হারিয়েছে মরক্কো। তাতে আর্জেন্টিনা ও মরক্কোর দুই দলের পয়েন্ট সমান ৬ হয়। এমনকি গোল ব্যবধানও সমান। তবে হেড টু হেডে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো। ফলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ স্বাগতিক ফ্রান্স।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া থিয়াগো আলমাদার শট জাল খুঁজে নিলে এগিয়ে যায় তারা। দ্বিতীয় গোলটি পায় এই অর্ধের শেষ দিকে। কেভিন জেননের শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও আলগা বল পেয়ে যান এচেভেরি। আলতো টোকায় বল জালে পাঠাতে কোনো ভুল হয়নি তার।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!