খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার ববি চার্লটন আর নেই

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি মিডফিল্ডার ববি চার্লটন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড শনিবার (২১ অক্টোবর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। ১৯৬৬ সালে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন চার্লটন।

ম্যানচেস্টার ইউনাইটেড বিবৃতিতে বলেছে, ‘আমাদের ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা এবং সবচেয়ে প্রিয় খেলোয়াড় স্যার ববি চার্লটনের মৃত্যুতে ম্যানচেস্টার ইউনাইটেড শোকাহত। স্যার ববি শুধু ম্যানচেস্টার ইউনাইটেডে নয় বরং বিশ্বজুড়ে যেখানেই ফুটবল খেলা হয় সেখানে লক্ষ লক্ষ মানুষের কাছে হিরো ছিলেন। স্যার ববিকে সর্বদা খেলার একজন কিংবদন্তি হিসাবে স্মরণ করা হবে।’

ইংল্যান্ডের জার্সিতে ১৯৫৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত খেলেছেন চার্লটন। জাতীয় দলের জার্সিতে এই অ্যাটাকিং মিডফিল্ডারের গোল সংখ্যা ৪৯টি। ক্লাব ফুটবলেও দারুণ সফল ছিলেন তিনি। ইউনাইটেডের জার্সিতে ৭৫৮টি ম্যাচে ২৪৯টি গোল করেছেন। ১৯৬৮ সালে ক্লাবকে প্রথম বার ইউরোপিয়ান কাপ জেতান কিংবদন্তি এই ফুটবলার।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!