খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

ইংলিশ প্রিমিয়ারে জয়ে ফিরল লিভারপুল

ক্রীড়া প্রতিবেদক

পিছিয়ে পড়া দলকে ম্যাচে ফেরালেন রবের্তো ফিরমিনো। বিরতির পর জালের দেখা পেলেন দিয়োগো জোতা। শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে দুই ম্যাচ পর প্রিমিয়ার লিগে জয়ের স্বাদ পেল লিভারপুল। অ্যানফিল্ডে শনিবার ২-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। গত মৌসুমে লিগে দুই দলের লড়াইয়ে এখানে ২-০ গোলে জিতেছিল ইয়ুর্গেন ক্লপের দল।

গত সপ্তাহে আয়াক্সকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করা লিভারপুল লিগে জয়ে ফেরার লক্ষ্যে প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারতো। ডি-বক্সের ভেতর সাদিও মানের শট ক্লিয়ার করেন শেফিল্ডের এক ডিফেন্ডার।

খেলার ধারার বিপরীতে ত্রয়োদশ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় সফরকারীরা। ডি-বক্সের লাইনের ওপর অলি ম্যাকবার্নিকে লিভারপুলের ফাবিনিয়ো ফাউল করায় রেফারি শুরুতে ফ্রি-কিক দিলেও ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিকে বল জালে পাঠাতে ভুল করেননি সান্দের বের্গ। ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। শেফিল্ডের বেন ওসবর্নের জোরালো ভলি ফিরিয়ে লিভারপুলের ত্রাতা চোট কাটিয়ে ফেরা প্রথম পছন্দের গোলরক্ষক আলিসন।

৪১তম মিনিটে সমতা টানেন ফিরমিনো। ডান দিক থেকে সতীর্থের ক্রসে মানের জোরালো হেড গোলরক্ষক ফেরানোর পর খুব কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৬১তম মিনিটে মোহামেদ সালাহ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি লিভারপুল। একটু পরই অবশ্য জোতার গোলে এগিয়ে যায় তারা। বাঁ দিক থেকে মানের ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ ফরোয়ার্ড। ৭৫তম মিনিটে আরেকটি দারুণ সেভে দলকে জয়ের পথে রাখেন আলিসন। ছয় মিনিট পর সালাহ গোলরক্ষককে ফাঁকি দিলেও বল লাগে পোস্টে। তাই ব্যবধান আর বাড়েনি।

প্রথম তিন ম্যাচ জয়ের পর অ্যাস্টন ভিলার মাঠে ৭-২ গোলে হেরেছিল লিভারপুল। এরপর ড্র করে তারা এভারটনের মাঠে। ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ক্লপের দল। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে এভারটন।

দিনের অন্য ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ১-১ ড্র করা ম্যানচেস্টার সিটি ৮ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে। ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে গোলশূন্য ড্র করে ৯ পয়েন্ট নিয়ে ছয়ে আছে চেলসি, ৭ পয়েন্ট নিয়ে ইউনাইটেডের অবস্থান পঞ্চদশ স্থানে।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!