খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও আবাসন ব্যবসায়ী আজগর বিশ্বাস তারা ওরফে তারা বিশ্বাসের বিরুদ্ধে মামলার আবেদন করেছে নির্বাচন কর্মকর্তা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে খুলনার দৌলতপুর থানা নির্বাচন কর্মকর্তা অঞ্জন সরকার খুলনা মহানগর হাকিমের আদালতে মামলার আরজি জমা দেন। আদালত এখনও কোনো আদেশ প্রদান করেননি।
এর আগে গত ২৪ ডিসেম্বর নির্বাচনী আচরণবিধি লংঘন করায় তারা বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। আচরণবিধিতে দেয়াল লিখিন নিষিদ্ধ হলেও তিনি নগরীর বিভিন্ন দেয়ালে চিকা মেরে নৌকার পক্ষে ভোট চান।
দৌলতপুর থানা নির্বাচন কর্মকর্তা অঞ্জন সরকার জানান, অভিযুক্তের বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ৯ বিধির ক ও খ উপ-বিধি লংঘনের অভিযোগ ওঠে। তদন্তে এর সত্যতা পাওয়া যায়। পরে গত ২৪ ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে আমাকে অভিযুক্তের বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়। ২৫ ডিসেম্বর সরকারি ছুটি থাকায় মঙ্গলবার মহানগর হাকিমের আদালতে মামলার আবেদন করা হয়েছে।
খুলনা গেজেট/হিমালয়