বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাড. চিশতী সোহরাব হোসেন শিকদার (৯২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজেউন)। বুধবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টায় নগরীর হাজি মহসিন রোডস্থ নিজ বাড়ীতে তিনি বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর নগরীর খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে টুটপাড়া কবরখানায় দাফন করা হবে।
তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা শোকাহত পরিবারের পাশে যান। নেতৃবৃন্দ এসময়ে তাদের ধৈর্য্য ধারণের জন্য সান্তনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, আব্দুল হাই পলাশ, এ্যাড. শামীম মোশাররফ, মো. সফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যাড. শামীম আহমেদ পলাশ।
এ্যাড. চিশতী সোহরাব হোসেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য ছিলেন।
এদিকে, এ্যাড. চিশতী সোহরাব হোসেনের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী।
খুলনা গেজেট/কেডি