খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ

আ.লীগ ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব থাকবে না : রিজভী

গেজেট ডেস্ক

আওয়ামী অবৈধ সরকার ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল হবে।

তিনি বলেন, শেখ হাসিনা নিজেই বলেছেন- ‘আমি পার্শ্ববর্তী দেশকে অনেক কিছুই দিয়েছি যা তারা সারাজীবন মনে রাখবে।’ তিনি দেশকে উজাড় করে দেশের স্বাধীনতা ও অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলেছেন। দেশ বিক্রি করে দিয়েছেন।

সোমবার (২৪ জুলাই) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনশন কর্মসূচিতে এসব কথা বলেন রিজভী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা অনশন করছেন। যা বিকেল ৫টা পর্যন্ত এই অনশন কর্মসূচি চলার কথা রয়েছে।

রিজভী বলেন, নিশিরাতের প্রধানমন্ত্রী গণতন্ত্রকে কবর দেওয়ার জন্য, মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করার জন্য খালেদা জিয়াকে বন্দি করেছেন। এক ভয়ঙ্কর মাস্টারপ্ল্যান বাস্তবায়নের জন্য বিএনপিপ্রধানকে বন্দি করেছেন।

অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ভোট ডাকাত সরকারের বিরুদ্ধে জনগণ ইতিমধ্যে রুখে দাঁড়িয়েছে। তাই তারা জনগণের ভোট ডাকাতি করার জন্য আবারও মাস্টারপ্ল্যান করছেন। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গভীর রাতে, সন্ধ্যা রাতে বা দিনের বেলায় ভোট ডাকাতি করতেই সংবিধানের দোহাই দিচ্ছেন।

বিএনপি বিদেশিদের কাছ থেকে ঘোড়ার ডিম পেয়েছে- আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এই বক্তব্য প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ওবায়দুল কাদের আরও বলছেন- মার্কিন মন্ত্রী উজরা জায়া অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেননি। যদি নাই বলেন তাহলে আপনারা ইইউ ও পশ্চিমা দেশের প্রতি এত ক্ষুব্ধ কেন? আসলে ওবায়দুল কাদেরদের মনের মধ্যে কাল বৈশাখীর ঝড় বইছে। ক্ষমতা হারানোর ভয় ঢুকছে। এবার আর রক্ষা পাবেন না। পতন সুনিশ্চিত।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বলছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আক্তারুজ্জামান হলেন প্রথম ভিসা শহীদ। তিনি কানাডার ভিসা চেয়ে পাননি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!