খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

অর্ধশতকের পর ফিরলেন মাহমুদুল্লাহ

ক্রীড়া প্রতিবেদক

ক্যারিয়ারে ৫ম ফিফটি পূর্ণ করলেন মাহমুদউল্লাহ। ৫২ বলে মাইলফলকে গেলেন তিনি। অধিনায়ক হিসেবে এটি প্রথম ফিফটি তাঁর। তবে বাংলাদেশের হয়ে সবচেয়ে ধীরগতির ফিফটি এটি। অর্ধশতকের পরই ক্যাচ আউট হয়ে ফিরতে হয়েছে অধিনায়ক মাহমুদুল্লাহকে।

আগে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে। শুরুতেই পরপর দুই ওপেনারকে হারাতে হয় বাংলাদেশকে। দুই বল, দুই উইকেট! তৃতীয় ওভারে অ্যাডাম জাম্পাকে এনেছেন ওয়েড, প্রথম বলেই সফল হলেন তিনি। ফুললেংথের বলটা সুইপ করতে গিয়ে মিস করে গেছেন সৌম্য সরকার, আম্পায়ার শরফউদ্দৌলা বেশ কিছুক্ষণ সময় নিয়ে দিয়েছেন এলবিডব্লু। সৌম্য অবশ্য রিভিউ করেছিলেন, তবে উইকেটে ছিল আম্পায়ারস কল।

মিরপুর শেরে বাংলায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অসি বোলারদের তোপের মুখে টাইগাররা। প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় মাত্র ৩ রানে সাজঘরে ফিরেছেন ওপেনার নাঈম। ওভার দ্য উইকেট থেকে করা জশ হ্যাজলউডের ব্যাক অফ আ লেংথ ডেলিভারিতে ডিফেন্ড করতে গিয়ে কট-বিহাইন্ড হয়েছেন মোহাম্মদ নাঈম। প্রায় স্কয়ারড-আপ হয়ে পড়েছিলেন এ ডানহাতি। দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ, স্কোরবোর্ডে ৩ রান। ৪৭ রানে তৃতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। জাম্পাকে তুলে মারতে গিয়ে লং অফে ধরা পড়েছেন সাকিব আল হাসান। ১৭ বলে ২৬ রান করে। এরপর ফেরেন আফিফ।

আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, আফিফ এদিন শুরু করলেন সেখান থেকেই। তবে দারুণ ফিল্ডিংয়ে ফিরতে হলো তাঁকে। মিড-অফে ঠেলে সিঙ্গেল নিতে গিয়েছিলেন আফিফ। ডাইভ দিয়ে ধরে ওঠার আগেই ছুঁড়ে মেরেছেন অ্যালেক্স ক্যারি, যে থ্রো-তে সরাসরি ভেঙেছে স্টাম্প। ১২তম ওভারের শেষ বলে ৪র্থ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ঠিক আগের বলেই মাহমুদউল্লাহর বিপক্ষে একটি রিভিউ নিলেও সফল হয়নি অস্ট্রেলিয়া। ক্রিস্টিয়ানের লেগ কাটার মিস করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। আম্পায়ার গাজী সোহেল দিয়েছিলেন নট-আউটের সিদ্ধান্ত। বল-ট্র্যাকিং দেখিয়েছে, ইমপ্যাক্ট ও উইকেটে ছিল আম্পায়ারস কল।

চাপ বাড়ছিল শামীমের ওপর। হ্যাজলউডের শর্ট বলে তুলে মারতে গিয়ে টাইমিং-ও করতে পারলেন না। মিডউইকেটে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি, ৮ বলে ৩ রান করে। মিডউইকেটে পেছন দিকে ছুটে বেশ ভালো ক্যাচ নিয়েছেন বেন ম্যাকডারমট।

রান আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন সোহান। কাভারে ঠেলে সিঙ্গলে কল করেছিলেন মাহমুদউল্লাহ, তবে শুরুতে সে ডাকে সাড়া দেবেন কিনা- তা নিয়ে যেন নিশ্চিত ছিলেন না নুরুল। এরপর দৌড় শুরু করেছেন, তবে এর আগেই ময়েজেস হেনরিকেসের থ্রো সরাসরি ভেঙেছে স্ট্রাইক-প্রান্তের স্টাম্প।

এর আগে অ্যাডাম জাম্পাকে দারুণ এক শটে ছয় মেরেছিলেন নুরুল, তবে অসময়ে ফিরতে হল তাঁকেও। ৫ বলে ১১ রান করেছেন তিনি।

বাংলাদেশ : ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রান।

সিরিজ জয়ের প্রত্যাশায় টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। টানা ৫ ম্যাচ টসে হারার পর এবার জিতেছেন মাহমুদউল্লাহ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ।

এদিকে অপরিবর্তিত রয়েছে বাংলাদেশ দল। জয়ের খোঁজে তিনটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। বেন ম্যাকডারমট ও ড্যান ক্রিশ্চিয়ান ফিরেছেন, অভিষেক হচ্ছে পেসার ন্যাথান এলিসের। বাদ পড়েছেন জশ ফিলিপে ও অ্যান্ড্রু টাই। নেই মিচেল স্টার্কও। অবশ্য টানা খেলা বলে অস্ট্রেলিয়া পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলা অনুমিতই।

অস্ট্রেলিয়া : অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, ন্যাথান এলিস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

বাংলাদেশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!