খুলনা, বাংলাদেশ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কুয়েট উপাচার্য মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি

আশাশুনির ভূমিহীন পল্লীতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ১৬ আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাধাবল্লভপুর মদনপাড়ার ভূমিহীন পল্লীতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত দ্রুত বিচার আইনের মামলায় ১৬ আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন অদালত। উচ্চ আদালতের নির্দেশে বুধবার (২৩ এপ্রিল) আসামিরা সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক মো. নজরুল ইসলাম তা না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের ব্রাহ্মণতেঁতুলিয়া গ্রামের মোবারক মোড়লের ছেলে সালাম মোড়ল, একই গ্রামের মোকছেদ মোড়লের ছেলে ইউনুছ মোড়ল, নজরুল সরদারের ছেলে শাহীন সরদার, তার ভাই সোহাগ সরদার, শমসের মোড়লের ছেলে হান্নান মোড়ল, মোকছেদ মোড়লের ছেলে শরবৎ মোড়ল, ইউনুস মোড়লের ছেলে হাবিবুল্লাহ মোড়ল, ইদ্রিস মোড়লের ছেলে সবুজ মোড়ল, রাধাবল্লভপুর গ্রামের বাবুরালী গাজীর ছেলে কেনা গাজী, একই গ্রামের মোহর আলী গাজীর ছেলে মোজাম গাজী, নূরুল ইসলাম মোড়লের ছেলে রবিউল মোড়ল, আনার মোড়লের ছেলে রফিকুল মোড়ল, খোদাবক্স মোড়লের ছেলে জিনারুল মোড়ল, তার ভাই সাঈদুল মোড়ল, আনার মোড়লের ছেলে নূর ইসলাম মোড়ল ও মঈনুল মোড়লের ছেলে বাবু মোড়ল।

মামলার বিবরণে জানা যায়,মরিচ্চাপ নদীর আশাশুনির রাধাবল্লভপুর মদনপাড়ার চরভরাটি জমিতে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে ৩৫টি ভূমিহীন পরিবার শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে। কিছু জমি তারা ডিসিআর পেয়েছেন। আবার ১৫টি পরিবার মৎস্যজীবি সমিতি গঠণ করে চরের ৩০ বিঘা জমি পেতে পানি উন্নয়ন বোর্ডে ডিসিআরের আবেদন করেন। সম্প্রতি মরিচ্চাপ নদী খননের ফলে তাদের অনেক জমি বেড়িবাঁধে চলে যায়। এরপরও ব্রাহ্মণতেঁতুলিয়া গ্রামের জহিরউদ্দিন মোড়ল, তার চাচাত ভাই আবু সাঈদ, রইচউদ্দিন মোড়ল, নজরুল সরদার, বড়খোকনসহ একটি চক্র ভূমিহীনদের ওই জমি থেকে উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছিলো। বাধ্য হয়ে আজিজুল গাজী বাদি হয়ে গত বছরের ৩০ ডিসেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে রইচউদ্দিনসহ ৯ জনের নামে ১৪৫ ধারায় মামলা দায়ের করেন।

মামলার নোটিশ পেয়ে আবু সাঈদ ও জহির উদ্দিনের নেতৃত্বে দেড় শতাধিক সশস্ত্র সন্ত্রাসী গত ২৭ ফেব্রুয়ারী সকালে মদনপাড়ার ভূমিহীন পল্লীতে হামলা চালিয়ে ভাংচুর ও ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট শেষে পেট্রোল দিয়ে ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। আহত ২০ জন ভূমিহীনদের আশাশুনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জাকির হোসেন বাদি হয়ে ২৮ ফেব্রুয়ারি জামিন নামঞ্জুর হওয়া ১৬জন সহ ৩২ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা ৮০ জনের বিরুদ্ধে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন।

সাতক্ষীরা জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. আসাদুজ্জামান দিলু বলেন, এজাহারনামীয় ৩২ জনের মধ্যে জামিন নামঞ্জুর হওয়া ১৬ জন গত ২৫ মার্চ উচ্চ আদলত থেকে চার সপ্তাহের জন্য অন্তবর্তীকালিন জামিন পান। তারই অংশ হিসেবে ১৬ জন আসামী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মো. নজরুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. এম শাহ আলম। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুস সাত্তার ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. আসাদুজ্জামান দিলু।

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!