খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭
  মানবতাবিরোধী অপরাধ : চিফ প্রসিকিউটর দেশে না থাকায় ফখরুজ্জামান ও সাত্তারের জামিন শুনানি ২ সপ্তাহ পেছাল আপিল বিভাগ

আশাশুনিতে টেকসই বাঁধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ‘ত্রাণ চাই না, পরিত্রাণ চাই’ শ্লোগানে আশাশুনি উপজেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা নাগরিক কমিটি, জেলা নারী কমিটি, আশাশুনি সদর ও শ্রীউলা ইউনিয়নবাসী যৌথ এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ভাত চাই না, টেকসই বেড়িবাঁধ চাই। নদী ভাঙ্গনের মতো দুর্যোগের মুখোমুখি আর হতে চাই না। আমরা পরিবার নিয়ে বাপ-দাদার ভিটায় থাকতে চাই, পানিতে নয়। আশাশুনিতে যত নদ-নদী আছে সেগুলো খনন করতে হবে। জলাবদ্ধতা নিরসনে সরকার কতৃক বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয় করতে হবে। সেজন্য সকলে একত্রিত হয়ে পানি উন্নয়ন বোর্ডেও সকল বেড়িবাঁধ নির্মাণ কাজ তদারকি করা দরকার।

বক্তারা আরও বলেন, প্রতিবছরই বর্ষা মৌসুমে সাতক্ষীরা জেলার নিম্ন অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ফসলের ক্ষেত ডুবে যায়। বহু বাড়ি-ঘর জলমগ্ন হয়ে পড়ে। একইভাবে ষাটের দশকে নির্মিত সাতক্ষীরা আশাশুনি উপজেলাসহ উপকূল রক্ষা বাঁধের অধিকাংশ জরাজীর্ণ হয়ে পড়ায় উপকূলের মানুষও সবসময় অনিরাপদ জীবনযাপন করে। স্বাভাবিক সময়ে বেড়িবাঁধ নিয়ে কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা থাকে না। প্রাকৃতিক দুর্যোগ আসলেই শুরু হয় তোড়জোড়। যা এবার ঘূর্ণিঝড় অশনির সময়ও দেখা গেছে। কিন্তু এখন আর সেই তোড়জোড় নেই।

পরে একই দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।

বেসরকারি সংস্থা উত্তরণের স্টেপ প্রজেক্টের সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব আলীনুর খান বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাগরিক কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, আসাদুল হক লাল্টু, পানি কমিটির তালা সম্পাদক মোঃ জিল্লুর রহমান, উত্তরণের জাহিন শামস স্বাক্ষর প্রমুখ।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!