ঘূর্ণিঝড় আম্পান এর প্রভাবে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ২শ’ পরিবারের মাঝে বুয়েট শিক্ষক সমিতি ও ইটঊঞ ধষঁসহর এর যৌথ আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দেবহাটার কার্যসহকারি আব্দুস সালাম এর সহযোগিতায় সাতক্ষীরা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে উপদ্রুত এলাকায় পৌছে দেয়া এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন। খাদ্য সামগ্রীর প্যাকেজে রয়েছে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ২কেজি আটা, ১ কেজি মুসুর ডাল ও ১লিটার সয়াবিন তেল। গত ২০মে রাতে সুপার সাইক্লোন আম্ফান তান্ডবে কপোতাক্ষ নদ ও খোলপেটুয়া নদীর প্রবল জোয়ারের তোড়ে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া, চাকলা ও হরিষখালী ও কোলাসহ ৮টি পয়েন্টে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র বেড়িবাঁধ ভেঙ্গে যায়। এতে নদ-নদীর পানিতে তালিয়ে যায় ইউনিয়নে অধিকাংশ এলাকা। পানিতে ভেসে যায় মৎস্য ঘের, সাদা মাছের পুকুরসহ অসংখ্যা জলাশয়। ধ্বসে পড়ে কাঁচা ঘরবাড়ি। গৃহহীন হয়ে পড়ে বহু মানুষ। ভাঙ্গন পয়েন্ট দিয়ে পানি ঢুকে জোয়ার-ভাটা খেলতে থাকে পুরো ইউনিয়নে। ভাঙ্গন কবলিত এলাকার অসহায় মানুুষ জোয়ার-ভাটার পানিতে মানবেতর জীবন যাপন করছেন। বিভিন্ন মাধ্যমে এ খবর জানতে পেরে প্রতাপনগর ইউনিয়নের অসহায় এসব মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন বুয়েট শিক্ষক সমিতি ও ইটঊঞ ধষঁসহর । উপদ্রত এলাকার বানভাসিদের জন্য ভবিষ্যতে তাঁদের সহযোগিতা অব্যহত থাকবে।
খুলনা গেজেট/এনএম