বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবর রহমান সরোয়ার বলেছেন, এই সরকার সবকিছু নিয়ন্ত্রণ করছে। দেশ গণতান্ত্রিকভাবে পরিচালিত হওয়া দরকার কিন্তু হচ্ছে না। আলোচনার কোন সুযোগ নেই। নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচন দিতে হবে। এই মুহুর্তে ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরি করতে হবে। খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আন্দোলন করতে হবে। যেখানেই বাঁধা আসবে সেখানে প্রতিরোধ সৃষ্টি করতে হবে।
তিনি আরও বলেন, দেশে অসম প্রতিযোগীতা চলছে। স্বাধীনতা হুমকির মধ্যে রয়েছে। তা রক্ষার জন্য এখন থেকে রক্ত দেওয়ার প্রস্তুতি নিতে হবে।
লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে খুলনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শনিবার (৩০ জুলাই) বিকেলে খুলনার কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নগর বিএনপির আহবায়ক এসএম শফিকুল আলম মনা।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। উপস্থিত ছিলেন বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল।
সমাবেশে বক্তৃতা করেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপির কেন্দ্রীয় নেতা কৃষিবীদ শামীমুর রহমান শামীম, শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, বিএনপি নেতা মনিরুল হাসান বাপ্পি, তরিকুল ইসলাম জহির, শেখ আবু হাসান বাবু, সৈয়দা রেহানা ঈসা, এড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, মুজিবর রহমান, খায়রুল ইসলাম খান জনি, মাহাবুব হাসান পিয়ারু, তবিবুর রহমান, একরামুল হক হেলাল, শামীম কবীর, ইবাদুল হক রুবায়েত, আঃ মান্নান মিস্ত্রী, মো. মুজিবর রহমান তছলিমা খাতুন ছন্দা, আজিজা খানম এলিজা, ইস্তিয়াক হোসেন ইস্তি, শরীফ সজীব তালুকদার ও আবু সাইদ।
সমাবেশ পরিচালনা করেন নগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন ও শেখ সাদী। সমাবেশের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবু মো. কাজী নাঈম।
খুলনা গেজেট/ মিলন/ টি আই