খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের প্রিয় মুখ মো.আব্দুল আলেক, যিনি সবার কাছে ‘আলেক চাচা’ নামে পরিচিত। কিছুদিন আগে খুবি হলরোড এলাকা থেকে চুরি হয়ে যায় তাঁর জীবিকার একমাত্র অবলম্বন, ভ্যানটি। চুরির এই খবর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্র-পত্রিকায় ছড়িয়ে পড়ে। বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের। প্রিয় আলেক চাচার এই দুর্দিনে তাঁরা মুখ ফিরিয়ে থাকেননি। তাঁদের স্বেচ্ছা অনুদানে কেনা একটি নতুন ভ্যান উপহার দেওয়া হয়েছে আলেক চাচাকে, যেন তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
আলেক চাচা জানান, তিনি দীর্ঘদিন ধরে খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাস করছেন। বর্তমানে তাঁর দুই ছেলে রয়েছেন। তাঁর ভাষায়, “আনুমানিক ৫০ বছর আগে আমি এখানে এসেছি। খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার সম্পর্ক শুরু ২০০০ ব্যাচ থেকে। তখন থেকেই ফেরি করে চা বিক্রি করতাম। পরে একটি ছোট্ট স্থায়ী দোকান করেছিলাম, কিন্তু সেটা বেশিদিন চালাতে পারিনি। এরপর একটি ভ্যান কিনে চা বিক্রি শুরু করি। দুর্ভাগ্যবশত সেটিও সম্প্রতি চুরি হয়ে যায়।”
রবিবার (২৫ মে) রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের হলরোড এলাকায় আলেক চাচার হাতে নতুন ভ্যানটি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী।
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী শওকত রহমান বলেন, “আলেক চাচা আমাদের ছাত্রজীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর দোকানে বসেই কেটেছে কত আড্ডা, আলোচনা আর স্বপ্ন দেখার মুহূর্ত। তাঁর দুঃসময়ে কিছু করতে পেরে আমাদেরও ভালো লাগছে। আমরা যখন বন্ধু ও বড় ভাইদের কাছে চাচার কথা বললাম, সবাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এলেন। আমরা চাই, আলেক চাচা ভালো থাকুন, সুস্থ থাকুন।”
এ সময় আবেগে আপ্লুত হয়ে শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আলেক চাচা বলেন, “আমি তাঁদের প্রতি অশেষ কৃতজ্ঞ। তাঁরা আমার জন্য যা করেছেন, তা নিজের সন্তানও করত কি না, সন্দেহ। আমি তাঁদের জন্য মন খুলে দোয়া করছি।
আলেক চাচার জন্য ভ্যান কেনার অর্থ প্রাক্তন শিক্ষার্থীদের স্বেচ্ছা অনুদানের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। এই মহতী উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচ ও বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
খুলনা গেজেট/এইচ