কলকাতার ঐতিহ্যবাহী আলিয়া বিশ্ববিদ্যালয়ের যাবতীয় দুর্নীতি, জালিয়াতি ও সঙ্কটমোচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপ দাবি করলেন প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার ছিল আন্দোলনের ১৩ তম দিন। এর আগে আলিয়ার রাজারহাট নিউটাউন, তালতলা পার্কসার্কাস ক্যাম্পাসের শিক্ষার্থীরা পোস্টার প্রচার করেছেন।
বৃহস্পতিবার আলিয়ার পার্কসার্কাস ক্যাম্পাসে পুরানো ও বর্তমান শিক্ষার্থীরা মিলিত হয়ে হুঁশিয়ারি দেন, যদি আলিয়ার সঙ্কটমোচনে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ না করেন, তাহলে আন্দোলন লাগাতার আন্দোলনে পরিণত হবে। এই আন্দোলন গণ আন্দোলনের রূপ নেবে। আলিয়ার প্রাক্তন শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, আলিয়ার রন্ধ্র রন্ধ্রে দুর্নীতি। আলিয়ার অধ্যাপকদের মধ্যে ফাটল জন্ম নিয়েছে। দুর্নীতি যে সীমাহীন তা অনেক অধ্যাপক স্বীকার করেন।আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই। একটা বিশ্ববিদ্যালয়ের জমি সরকারের স্বাস্থ্য দফতরে চলে যাচ্ছে। আর মুখ্যমন্ত্রী কিছু জানেন না বললে হয় না।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি এই সঙ্কট মোচনে ইতিবাচক পদক্ষেপ না নেন, তাহলে তৃণমূলের সংখ্যালঘু ভোট হারাবার আশঙ্কা বলে রাজনৈতিক মহল মনে করছে।
খুলনা গেজেট/এনএম