অস্ত্র মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুর রউফের আপিল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৭ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আসামিপক্ষে ছিলেন জি. এম আজিজুর রহমান।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, এ রায়ের ফলে মামলাটি বিচারিক আদালতে চলতে আর বাধা রইল না।
মামলায় অভিযোগ করা হয়, চেয়ারম্যান আবদুর রউফ ২০১০ সালের ১২ জুলাই পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ী শফিকুল ইসলামের বাড়িতে ষড়যন্ত্র মূলকভাবে অস্ত্র রেখে র্যাবকে খবর দেন। নিরপরাধ মানুষকে অস্ত্র মামলায় ফাঁসানোর চক্রান্ত ধরতে পেরে র্যাব বাদী হয়ে চেয়ারম্যান আবদুর রউফ, তার ছেলে সেলিম, তথ্য দাতা আমিরুল ইসলাম, কর্মচারী ভুট্টো ও চেয়ারম্যানের ইটভাটার ম্যানেজার এনামুলকে আসামি করে একই সালের ১৪ জুলাই সদর থানায় সেই অস্ত্র দিয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করে।
এ মামলায় অভিযোগ গঠনের পর ২০১৮ সালে চেয়ারম্যান আবদুর রউফ অভিযোগ গঠনের বিরুদ্ধে আপিল করেন। তখন হাইকোর্ট রুল জারি করে স্থগিতাদেশ নিয়েছিলেন।
খুলনা গেজেট/এএজে