চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার কুড়-লগাছি গ্রামের সড়কে আলমসাধুর ধাক্কায় ঝরা খাতুন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ঝরা খাতুন কুড়-লগাছি গ্রামের শাহরিয়ার হেলাল ঝলকের একমাত্র মেয়ে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে ঝরা।
কুড়-লগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহা এনামুল কবির ইনু জানান, দুপুর ১টার দিকে ঝরা খাতুন দর্শনা-মুজিবনগর সড়কের কুড়-লগাছি গ্রামে রাস্তার পাশে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল।
খেলার সময় রাস্তার বিপরীত দিকে তার মামাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে দৌড়ে রাস্তা পার হয়ে মামার কাছে যেতে গেলে দর্শনাগামী একটি আলমসাধু তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার ওপর ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়।
তিনি আরো জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।
সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা গেজেট/ টিএ