বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের ঘরের মাঠে শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারালো আর্জেন্টিনা। আর জাতীয় দলে ফিরেই গোলের দেখা পেলেন লিওনেল মেসি। এছাড়া অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকো গনজালেস করেছেন একটি করে গোল।
শনিবার বাংলাদেশ সময় ভোরে লা বোম্বোনেরায় খেলা ম্যাচটি শুরু হয়। শুরু থেকেই স্বাগতিকদের আক্রমণে কোনঠাসা ছিলো ভেনেজুয়েলা। প্রতিরোধ ভাঙতে আর্জেন্টিনার সময় লাগে ৩৫ মিনিট।
মেসির গড়ে দেওয়া এক আক্রমণে বক্সের বাইরে বল পেয়েছিলেন নিকলাস গনজালেস। ডান প্রান্তে ফাঁকায় বল পেয়ে যান অ্যাতলেতিকো মাদ্রিদ মিডফিল্ডার রদ্রিগো দে পল। স্লাইড করে তাতে পা ছুঁইয়ে ভেনেজুয়েলার প্রতিরোধ ভেঙে দেন নিকোলাস। এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।
বিরতির পর ম্যাচের ৫৫তম মিনিটে গোল পরিশোধের সুযোগ পেয়েছিলে ভেনেজুয়েলা। কিন্তু সুবর্ণ সুযোগ নষ্ট করেন জোসেফ মার্তিনেজ। ৭০তম মিনিটে বদলি নামে পিএসজি উইঙ্গার ডি মারিয়া। নয় মিনিটের মধ্যে গোল পান তিনি।
তিন মিনিট পর ক্লাব সতীর্থ মেসির ৮১তম আন্তর্জাতিক গোল পান। এই গোলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ডি মারিয়া।
এই জয়ে ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার অবস্থান দুই নম্বরে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। দুই দলই ইতোমধ্যে কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে।