‘ফুটবল ঈশ্বর’ এখন চিরনিদ্রায়। তার জন্য কাঁদছে গোটা বিশ্ব। ক্রীড়াঙ্গন তথা গোটা বিশ্বের কোটি কোটি ভক্ত সমর্থককে কাঁদিয়ে বুধবার আর্জেন্টিনার স্থানীয় সময় দুপুর ১২টায় হার্ট অ্যাটাকে মারা গেছেন ফুটবল ইতিহাসে তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার দিয়াগো আরমান্দো ম্যারাডোনা। ফুটবল জাদুকর ডিয়েগো ম্যারাডোনাকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনায় চলছে নানা প্রস্তুতি। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী বুয়েন্স আয়ার্সের প্রেসিডেন্ট কার্যালয় কাসা রোসাদায় ‘ফুটবল ঈশ্বর’কে শেষ বিদায় জানানো হবে।
এদিকে মৃত্যুর পর ম্যারাডোনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। পরিবারের সম্মতি নিয়ে তিনি জানান, কিংবদন্তি এই ফুটবলারকে সমাহিত করা হবে প্রেসিডেন্ট কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যানশনে।
এর আগে মৃত্যুর পরপরই তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় আর্জেন্টিনায়। এছাড়া শুক্রবার পর্যন্ত সব ধরনের জনাকীর্ণ অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
তার মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়ার পরে আর্জেন্টিনা, ইতালির নাপোলিতে রাস্তায় ভক্ত সমর্থকরা জড়ো হতে শুরু করে। নাপোলিতে তার বিশাল এক চিত্রকল্পের সামনে হাজার হাজার মানুষ জমা হয়ে স্মরণ করছেন ম্যারাডোনাকে। আর গোটা ফুটবল বিশ্ব কাঁদছে ‘ফুটবল ঈশ্বর’কে হারিয়ে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানায়, দিয়াগো ম্যারাডোনাকে বৃহস্পতিবার আর্জেন্টিনার বুয়েন্স আয়ারসে কাসা রোসাডায় সমাহিত করা হবে। তবে সমাহিত করার আগে সন্ধ্যায় স্যান ফার্নান্দো হাসপাতালে তার মৃত্যুর আসল কারণ জানার জন্য পোস্ট মর্টেম করা হবে।
ম্যারাডোনার সম্মানার্থে নাপোলি নিজেদের স্টেডিয়ামের নাম সান পাওলো থেকে সান পাওলো-ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা করবে বলে জানিয়েছে। নাপোলির প্রেসিডেন্ট ডি লরেন্টিস আরএমসি’কে বলেন, ‘আমরা আমাদের স্টেডিয়ামের নাম সান পাওলো-ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
খুলনা গেজেট/এএমআর