ফুটবল আর চুলের স্টাইলের সম্পর্কটা বেশ পুরনো। তারকা ফুটবলারদের অনুকরণ করে বিভিন্ন ঢঙে চুল কাটান তাদের ভক্তরা। বিশ্বকাপ এলেই ফুটবল ভক্তদের বাহারি চুলের ছাঁট বেশি নজরে পড়ে।
প্রিয় দলের পতাকা টাঙাতে গিয়ে প্রাণ হারানো থেকে শুরু করে-স্ত্রীর জমানো টাকায় বড় পতাকা তৈরি, পছন্দের দেশের প্রিয় খেলোয়াড়ের সমর্থনে নবজাতকের নাম রাখা, ওই সব দেশের জাতীয় পতাকার রঙে সেতু অথবা বাড়ি রাঙিয়ে তুলছেন অনেকেই। আর এবার সেই তালিকায় যোগ হয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলার কাসেড্ডা গ্রামের বাসিন্দা সুকান্ত।
নিজের বিয়েকে স্মরণীয় করতে সুশান্ত বিয়ে বাড়ির গেট সাজালেন আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙে। বুধবার (৭ ডিসেম্বর) সুশান্তের গায়ে হলুদ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তার বিয়ের মূল অনুষ্ঠান। ইতোমধ্যে গেটটি দেখতে অনেকেই ভিড় করছেন বিয়ে বাড়িতে।
সুশান্ত জানান, ‘আমি মেসির ভক্ত। আর্জেন্টিনার ভক্ত। প্রতিবার বিশ্বকাপ ফুটবল শুরু হলে প্রিয় দল আর্জেন্টিনার জন্য ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি। হঠাৎ মনে হলো আমি আমার বিয়েতে আর্জেন্টিনার পতাকার আদলে গেট তৈরি করবো। পরিবার এবং এলাকার বড় ভাইদের সঙ্গে আলোচনা করে অবশেষে বিয়ের গেটটি তৈরি করেছি।’