খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সুইজারল্যান্ডে জাতিসংঘ মহাসচিবের সাথে ড. ইউনূসের সাক্ষাৎ
  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে

আরপিও সংশোধন নিয়ে গণমাধ্যমের মুখোমুখি সিইসি

গেজেট ডেস্ক

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বিল নিয়ে অবশেষে গণমাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী রোববার (৯ জুলাই) আরপিও নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন কাজী হাবিবুল আউয়াল।

বৃ্হস্পতিবার (৬ জুলাই) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী রোববার (৯ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বিষয়ে প্রেস ব্রিফিং করবেন। ব্রিফিং অনুষ্ঠানটি নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরের সামনে অনুষ্ঠিত হবে।

এর আগে, গত বুধবার আইন আকারে জারি হওয়ার আগে জাতীয় সংসদে পাস হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশ(আরপিও) সংশোধনী বিল নিয়ে আগাম কোনো মন্তব্য করতে রাজি হননি কাজী হাবিবুল আউয়াল।

সেদিন তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছিলেন, আমরা আপনাদেরকে বলবো। আপনাদের প্রশ্নের বিস্তারিত জবাব দেব। একটু এটাকে আইন হতে দেন। এ বিষয়ে কোনো মন্তব্য করবো না। ধন্যবাদ। এর একদিন পরই আগামী রোববার প্রেস ব্রিফিং করার ঘোষণা দেয় ইসি।

ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে গত মঙ্গলবার । বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সদস্যদের আপত্তির মুখে জাতীয় সংসদে এ বিল পাস হয়। যদিও আইনমন্ত্রী আনিসুল হক সংসদে দাবি করেন, নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা খর্ব করা হয়নি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!