খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

আমেরিকা সফর শেষে মিশরে মোদি

আন্তর্জাতিক ডেস্ক

২৬ বছর পরে কোনো ভারতীয় রাষ্ট্রপ্রধান মিশর সফরে এলেন। আমেরিকায় চারদিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে ওয়াশিংটনের রোনাল্ড রেগন সেন্টারে প্রবাসী ভারতীয়দের সভায় মোদি ভারত-মার্কিন সম্পর্কের সম্ভাবনার কথা বলেন।

মহাকাশ বিজ্ঞান এ ভারতকে আমেরিকার সাহায্যের কথা বলেন এবং ভারতীয় বিদেশ মন্ত্রক জানাচ্ছে যে প্রধানমন্ত্রী প্রবাসী ভারতীয়দের সহর্ষ ধ্বনির মধ্যে ঘোষণা করেন যে এইচ-ওয়ান বি ভিসার জন্যে তাঁদের আর সমস্যা হবে না। এরপরই মোদি দুদিনের সফরে মিশর উড়ে যান। মিশরের রাষ্ট্রপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসির আমন্ত্রণে মোদি মিশরে গেছেন। তিনি অল হাকিমি মসজিদ পরিদর্শন করবেন। গুজরাতি দাউদি বহরা মুসলমানদের দ্বারা নির্মিত এই মসজিদ দর্শনের মধ্যেও বিশেষজ্ঞরা রাজনৈতিক অভিসন্ধি খুঁজছেন।

তাঁদের বক্তব্য, প্রধানমন্ত্রী ২০২৪ সালের লোকসভা ভোটে দাউদি বোহারা মুসলিম সম্প্রদায়ের সমর্থন চাইছেন। তাই তাদের তুষ্ট করতে মিশরের আল হাকিম মসজিদে যাচ্ছেন মোদি। মোদি অবশ্য মিশর সফরে বহু ঐতিহাসিক স্থানেই যাবেন।

পিরামিড দেখবেন, দেখবেন মমিও। মিশরের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকের আগে কথা বলবেন আমলাদের সঙ্গে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!