খুলনা, বাংলাদেশ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১
  কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি

“আমি কোন প্রেমিকার প্রেমিক নই”

সন্দ্বীপ কুমার ঘোষ

আমি কোন প্রেমিকার প্রেমিক নই
আমি কোন মানবীর প্রেমিক নই
আমি কোন দানবীর প্রেমিক নই
আমি শুধুই কবিতার প্রেমিক!

আমি গল্প ছড়া উপন্যাসের প্রেমিক
বইয়ের মধ্যে প্রেমই আমার সই
কলম কাগজ নিয়ে ডুবে রই
ক্ষণে ক্ষণে কবিতার প্রেমিক হই।

আমি কোন বালিকার প্রেমিক নই
আমি কোন যুবতীর প্রেমিক নই!
আমি কোন বৃদ্ধার প্রেমিক নই
আমি শুধুই কবিতার প্রেমিক।

বলো কিই বা যে আমি হই
তাই বেছে নিয়েছি ছড়া কবিতা লেখা
হৃদয়ের আঙিনায় শুধু কবিতারে দেখা
কাগজ কলমের সাথে নিত্য প্রেম শেখা।

একে যাই গদ্য পদ্য কবিতার ছন্দ
আমি শুধুই কবিতার প্রেমে অন্ধ!
কবিতা আমার প্রাণের প্রিয় বন্ধু
তার সাথে কোনদিন হবে না দ্বন্দ্ব।

কেউ ভাবে যদি প্রেমে খেয়েছি ছ্যাঁকা
সে ঘাটের মরা বোকার বোকা!
কেউ কোনদিন প্রেমে দেয়নি ধোঁকা
কেউ ভাবে ভাবুক! আমি একরোখা।

প্রেম কোন রমনীর সাথে নয়!
ভেবো না কেউ আমার আছে ভয়
প্রেম করা চাট্টিখানি কথা নয়
হৃদয়ে হৃদয়ে মিল যদি হয়।

যদি কারো মনে হয় কোন সন্দেহ
বাড়ুক তাদের চটুল মনে আগ্রহ
তাতে আমার কিবা আসে যায়!
কবিতা আমার আছে মনের ঠাঁই।

আমি কোন সুন্দরীর প্রেমিক নই
আমি কোন অপ্সরীর প্রেমিক নই
আমি কোন কুমারীর প্রেমিক নই
আমি শুধুই কবিতার প্রেমিক!

আমি শুধু কবিতার একাত্ম প্রেমিক
যে মূঢ় ভাবে প্রেমে খেয়েছি ছ্যাকা!
তারে ধিক! সহস্র শত ধিক!
আমি মরণেও রবো কবিতার প্রেমিক।

(লেখক : উপ-সহকারী প্রকৌশলী, সিষ্টেম অপারেশন ওয়ার্কশপ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, শিরোমনি, খুলনা।)




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!