১৪ দলের শরিকদের ৬টি আসনে ছাড় দিলেও বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম ২ আসনের বর্তমান সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীকে নৌকা প্রতীক দিচ্ছে না আওয়ামী লীগ। এ আসনে তার ভাতিজা বাংলাদেশ সুপ্রীম পার্টির চেয়ারম্যান শাহাজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদকে নৌকা প্রতীক দেয়া হচ্ছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নজিবুল বশর মাইজভাণ্ডারী।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমার প্রতি অন্যায়, অবিচার করা হয়েছে। নৌকা দিলে দেবে, না দিলে নাই। আমার কোনো চাওয়া পাওয়া নেই। এতো বছর ধরে এক সঙ্গে ছিলাম। নৌকার পক্ষে ছিলাম। এখন তারা (আওয়ামী লীগ) যদি আমার আত্মীয়কে পছন্দ করে করুক। তারা বলছেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে জানাবেন।
এসব নিয়ে কথা না বলাই ভালো। প্রতীকতো কাল সকালে দেয়া হবে, কাউকে কাউকে এখন দেয়া হচ্ছে। নির্বাচনে অংশ নেবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৪টা পর্যন্ত অপেক্ষা করবো। তারপর কথা বলবো।
খুলনা গেজেট/কেডি