খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বাংলাদেশের মতো তরুণ নেতৃত্বকে সামনে রেখে এগিয়ে যেতে হবে, আর্থিক ও শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর আহবান: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ড. ইউনূস
  সুইজারল্যান্ডে জাতিসংঘ মহাসচিবের সাথে ড. ইউনূসের সাক্ষাৎ
  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে

আমার নীরব আরাধনা

আবদুস সালাম খান পাঠান

দৃশ্য অদৃশ্য মাঝে প্রভু, রয়েছে তোমারই সৃষ্ট জগতের
সকল সৃষ্টির মহিমা – পরম শান্তি-সুখের স্থান ।
ঈমানের জোরে বেঁচে থাকি ধরায়, দৃঢ় তাকওয়ায়-
দিবস রজনী থাকি কভু মত্ত; নিয়ত তোমারই আরাধনায় ।
মনের বাসনা মিটাতে, দিও প্রভু আমায়, ত্যাগেরই শক্তি
-দ্বীনি শিক্ষার আলো; ধর্মীয় চেতনা, আল-কুরআনের পূর্ণজ্ঞান!
সালাতের প্রার্থনায় করি সদা দয়াময়, তোমারই শতো গুণগান ।
পার্থিব ও অপার্থিব – সুখে রাখিও নয়ন শোভা পুষ্পিল বাগান,
চাই তোমার পরম দয়া, প্ৰেম-সুধা অফুরান ।
রাতের আঁধার কেটে ঊষার আলো ছড়িয়ে উঠুক, রঙিন
-সূর্যের কিরোনালোক।’
নবুয়্যত ও রিসালাতের আনুগত্যে, মানব-সকল ‘তৌহিদ
দীক্ষায়’ ঈমান সুদৃঢ় করুক !!
নদীর মোহনায় মিলায় ঐ অকুল সাগরের স্রোত –
সংসার তরঙ্গে – বিশাল প্রান্তরে জীবনের সকল –
আকাঙ্ক্ষা, যেনো জোয়ার-ভাটা – ঝর্ণার কলস্রোত !
আমার নীরব সাধনায়, প্রভু ব্যাকুল হয়ে খুঁজেছি তোমায়,
তোমারই’ ডাকে গিয়েছি পুণ্যভূমি মক্কা, মদীনায় ।
বুকের পাঁজরে নিঃশব্দে অঝোর কান্নায় ভেসেছি সেথায় ।
রাসূলের (সাঃ) খাঁটি উম্মত হয়ে বাঁচিতে চাই সুখে এ সুন্দর ধরায় ।
বেহেশতী সুখের আশায় জীবনের সকল ত্যাগ -,
– তোমারই অন্বেষায় । ‘সকল দোষ, ক্ষমা করো প্রভু,
– আমার আকুল প্রার্থনায় ।

 

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!