খুলনা, বাংলাদেশ | ২৩ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাজধানীর পুরানা পল্টনে চারতলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে
  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
লোহাগড়ায় পথসভায় জামায়াত আমির

আমরা কোথাও পালিয়ে যাইনি যাবোও না, এ দেশ আমাদের

লোহাগড়া প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান মিলেমিশে বসবাস করবো। আমরা কোথাও পালিয়ে যাবো না। এ দেশ আমাদের, এ দেশ সম্প্রীতির, এ দেশ সমৃদ্ধির। যারা দেশকে ভালোবাসে তারা কখনো দেশ থেকে পালায় না। আমরা আমাদের দেশকে ভালবাসি বলেই গত ১৫ বছর চরম নির্যাতন নিপীড়ন সহ্য করে শত শত নেতা-কর্মীদের হারিয়েও আঁকড়ে পড়ে থেকেছি। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে কারো কোন কিছু দাবি করা লাগবে না। মন্দির, মসজিদ, মঠ, গির্জা পাহারা দেওয়া লাগবে না। ক্ষমতায় গেলে একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে কাজ করা হবে। সকল মানুষদের সমান অধিকার নিশ্চিত করা হবে।

রবিবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা চৌরাস্তায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে আয়োজিত এক সংক্ষিপ্ত পথ সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা বেকার যুবকদের বাংলাদেশ চাই না। আমরা কর্মঠ ও স্বাবলম্বী যুবকদের জন্য একটি উন্নত ও বাংলাদেশ গড়তে চাই। আমাদের লক্ষ্য একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া।

তিনি আরও উল্লেখ করেন, ঘুষ ও দুর্নীতির অবসান ঘটিয়ে প্রশাসনকে জনগণের সেবায় নিযুক্ত করতে হবে। কোন অফিস-আদালতে ঘুষ-দূর্নীতি চলতে দেওয়া হবে না।

পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার, জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সূরা সদস্য আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কাজী হাদিউজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সেকেন্দার খান, পৌর জামায়াতের আমীর হাফেজ ইমরান হুসাইনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান খুলনা থেকে নড়াইল হয়ে ফরিদপুর যাওয়ার পথে নড়াইল সদরের মালিবাগ এলাকায় আরও একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন। এরপর লোহাগড়ার পথসভা শেষে তিনি ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা করেন

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!