ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কার্যালয়ে হাজির হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খান।শুক্রবার বেলা ১১টা থেকে ২টার মধ্যে তাকে এনসিসি কার্যালয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুম্বাইয়ের হাইকোর্ট। খবর এনডিটিভির।
শুক্রবার দুপুরে এনসিবি কার্যালয়ে পৌঁছান আরিয়ান। একটি সাদা রঙের রেঞ্জ রোভারে রওনা হন আরিয়ান। সঙ্গে ছিলেন আইনজীবী সতীশ মানশিণ্ডে।
মাদকাণ্ডে গ্রেপ্তার হয়ে ২২ দিন জেল খেটে ৩০ অক্টোবর ছাড়া পান আরিয়ান। এর আগে আর্থার রোডের কারাগারে ৩ সপ্তাহ থাকেন ২৩ বছর বয়সি এই তরুণ।
এনডিটিভির খবরে বলা হয়, মুম্বাইয়ের মাদক বিরোধী সংস্থা আরিয়ানের কাছ থেকে কোনো মাদক পায়নি। তবে তার হোয়াটস অ্যাপ আলাপে মাদক কেনাবেচায় সংশ্লিষ্টতা খুঁজে পাওয়ার দাবিক করে এনসিবি।
নিম্ন আদালতে দুদফা জামিন আবেদন বাতিল হয়ে যায়। পরে ২৯ অক্টোবর মুম্বাই হাইকোর্ট ১৪ শর্তে আরিয়ানকে মুক্তি দেয়। সেই শর্ত মোতাবেক আরিয়ান পুলিশকে না জানিয়ে মুম্বাই ত্যাগ করতে পারবে না। প্রতি শুক্রবার এনসিবি কার্যালয়ে তাকে হাজিরা দিতে হবে। এসব শর্ত না মানলে আরিয়ানের জামিন বাতিল হয়ে যাবে।
খুলনা গেজেট/ এস আই