খুলনা, বাংলাদেশ | ১৫ কার্তিক, ১৪৩১ | ৩১ অক্টোবর, ২০২৪

Breaking News

  রাজধানীর মিরপুরে গার্মেন্টস কর্মীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নারীসহ ২ পোশাক শ্রমিক গুলিবিদ্ধ
  ১৫ নভেম্বর পুরাতন হাইকোর্ট ভবনে গণহত্যার বিচার শুরু হবে আশা চিফ প্রসিকিউটরের

আবারও ছাদখোলা বাসে বরণ করা হবে সাবিনাদের

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন হলে ছাদখোলা বাসে পুরো শহর প্রদক্ষিণের স্বপ্নের কথা দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন সানজিদা আক্তার। ২০২২ সালে কাঠমান্ডুর ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা জিতে ইতিহাস গড়েছিলেন বাংলাদেশের মেয়েরা। সানজিদার ওই প্রত্যাশা পূরণে এক দিনের ব্যবধানে ছাদখোলা বাসের ব্যবস্থা করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ একই মঞ্চে একই প্রতিপক্ষ নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হল বাংলাদেশ।

গতবারের ন্যায় এবারও সাবিনাদের বরণ করার জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার  বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব। আগামীকাল বৃহস্পতিবার ট্রফি নিয়ে দেশে ফিরছে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দল। দুপুর সোয়া ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করবেন মনিকা-ঋতুপর্ণারা। সেখান থেকে ছাদখোলা বাসে করে সাবিনাদের নিয়ে আসা হবে বাফুফে ভবনে। বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের নেতৃত্বে টানা দু’বার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ।

এই ম্যাচের আগেও সেই ছাদখোলা বাসের কথা মনে করিয়ে দিয়েছিলেন সানজিদা। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুভূতি শেয়ার করে এই উইঙ্গার লিখেছেন, ‘দেশের সংস্কার ও নতুন জাগ্রত কর্মকাণ্ডকে প্রেরণা দিতে আমাদের ভালো করাটা গুরুত্বপূর্ণ। ট্রফি ধরে রাখার মিশন এবং দেশবাসীকে আরেকবার উদযাপনের উপলক্ষ এনে দিতে আমরা এটি জিততে চাই। আর সেটি আমরা করে দেখাব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন।’

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!