খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় আনিসুল হককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর
  খুলনা, বরিশালে আজ বৃষ্টি হতে পারে

আফগানিস্তান সিরিজ : বিকেলে তামিম-মুশফিকদের অনুশীলন

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ব্যস্ততা শেষে এবার জাতীয় দলের জন্য প্রস্তুত হওয়ার পালা। বিপিএলের রেশ না কাটতেই এবার ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ। ৩ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলতে ইতোমধ্যে বাংলাদেশ চলে এসেছে সফরকারীরা। চট্টগ্রামে পঞ্চাশ ওভারের ফরম্যাট দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া সিরিজের জন্য আজ (রোববার) চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

শনিবার করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিয়ে হাতে নেগেটিভের সনদ নিয়ে আজ সকাল ৮টায় চট্টগ্রামের বিমান ধরার কথা বাংলাদেশ দলের। তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা সকালে চট্টগ্রাম পৌঁছে বিকেলেই নেমে যাবেন অনুশীলনে। বিকেল ৩টায় অনুশীলনের সূচি আছে টাইগারদের। ফ্লাডলাইটের আলোর নিচে এই অনুশীলন চলবে সন্ধ্যা ৬টা অবধি।

তবে প্রথমদিনের অনুশীলনের সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের পাচ্ছে না স্বাগতিক শিবির। বিপিএলের ফাইনাল খেলায় বাড়তি একদিনের বিশ্রাম পেয়েছেন ওয়ানডে দলের পাঁচ ক্রিকেটার। তারা হলেন; সাকিব, মুস্তাফিজ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয় এবং লিটন কুমার দাস।

বাংলাদেশ দল অনুশীলনের নামার আগে একই ভেন্যু অর্থাৎ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান। সকাল ১০টায় শুরু হবে তাদের এই অনুশীলন পর্ব। তবে পাকিস্তান সুপার লিগ খেলে এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি রশিদ খান ও রহমতউল্লাহ গুরবাজ। আজই চট্টগ্রামে টিম হোটেলে ওঠার কথা আছে তাদের।

চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। পরের দুই ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। সফরের দুই টি-টোয়েন্টি হবে মিরপুরে। প্রথম ম্যাচ ৩ মার্চ ও শেষটি ৫ মার্চ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!