খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

আফগানিস্তানের পরিস্থিতি দেখে শিউরে উঠছেন জয়া

বিনোদন ডেস্ক

দীর্ঘ দুই দশক পর আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। সম্প্রতি দেশটির রাজধানী কাবুল দখলের মধ্যে দিয়ে ক্ষমতা গ্রহণ করে এ বাহিনী। ঘটনাটি নিয়ে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ তালেবানের বিজয়ে উল্লাস করছেন, আবার অনেকেই শঙ্কিত।

আফগানিস্তানের এ পরিস্থিতি নিয়ে নিজের মতামত দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি পশ্চিমবঙ্গের একটি প্রভাবশালী গণমাধ্যমের কাছে বলেছেন, ‘ওখানকার যত ছবি দেখছি, আমার ভেতরটা দুমড়েমুচড়ে যাচ্ছে। আসলে পুরুষতান্ত্রিক সমাজের আঙুল সব সময়েই ওঠে মেয়েদের দিকে। ঠিক কম্পাসের কাঁটার মতো তা ঘুরে যায় নারীজাতির দিকে।’

জয়া আরও বলেন, ‘সারাহ কারিমি যে আহ্বান জানিয়েছেন, আমি মন থেকে তাতে সায় দিচ্ছি। তার সঙ্গে আছি। দূর থেকে কতটা কী করতে পারব জানি না, আমার পক্ষে যদি কিছু করার সুযোগ আসে, নিশ্চয়ই করব।’

শঙ্কা প্রকাশ করে জয়া আরও বলেছেন, ‘ওখানকার যে সব ছবি দেখছি, শিউরে উঠছি। বাংলাদেশ হোক, ভারত হোক বা বহির্বিশ্বের যে কোনো দেশেই মেয়েদের ওপর অত্যাচার হলে আমাদের সরব হতে হবে। দেশটা আমাদের থেকে দূরে ভেবে বসে থাকলে চলবে না। আজকে যা ওখানে হচ্ছে, কাল তা আমার দেশে বা কলকাতায়ও হতে পারে।’

প্রসঙ্গত, জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘বিনিসূতোয়’ মুক্তি পাচ্ছে আগামী ২০ আগস্ট। এখানে তিনি অভিনয় করেছেন কলকাতার খ্যাতিমান অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সিনেমাটি নির্মাণ করেছেন অতনু ঘোষ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!