সাফে সন্তোষজনক এক আসরের পর থেকেই মাঠের বাইরে আছে বাংলাদেশের ফুটবল। এরই মাঝে ঘোষণা করা হয়েছে বিশ্বকাপের প্রাক বাছাইয়ের সূচি। অক্টোবরের সেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে মালদ্বীপ।
বিশ্বকাপ বাছাইয়ের এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রস্তুতির জন্য আগামী সেপ্টেম্বরেই জামাল ভূইয়ারা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। দুই ম্যাচেই তাদের প্রতিপক্ষ আফগানিস্তান।
ম্যাচের কথা নিশ্চিত করে জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমরা বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে ৪ ও ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেলব। এই দুটি ম্যাচের জন্য ২০ আগস্ট থেকে ক্যাম্প শুরু হবে।’
আফগানিস্তান বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে আসবে এই ঘোষণা আগেই দিয়েছে আফগান ফুটবল ফেডারেশন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অবশ্য আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য বিলম্ব করেছে। ৪ ও ৭ সেপ্টেম্বর ম্যাচের প্রতিপক্ষ ঠিক হলেও ভেন্যু এখনো চুড়ান্ত করেনি বাফুফে।
দুই প্রস্তুতি ম্যাচের পরেই বিশ্বকাপের প্রাক বাছাইয়ের জন্য প্রস্তুত হবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ মালদ্বীপ। এবারের সাফেই দ্বীপরাষ্ট্রটিকে পরাস্ত করেছিল জামাল ভূইয়া-তারিক কাজীরা। প্রাক-বাছাইয়ে তাদের হারাতে পারলে বিশ্বকাপের মূল বাছাইপর্বে যাবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন এবং লেবাননের মত শক্তিশালী দেশ।
খুলনা গেজেট/এনএম