নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিএনপিসহ সমমনা দলগুলো। প্রয়োজনে অবরোধের পাশাপাশি ঘেরাও কর্মসূচির পরিকল্পনার কথা জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অব. অলি আহম্মদ। বিএনপিসহ অন্যান্য দলের শীর্ষ নেতারা কারাগারে থাকলেও চলমান আন্দোলনে নেতৃত্বের কোনো সংকট হচ্ছে না বলে দাবি তার।
নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনীতিতে ততই বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। সংবিধান অনুযায়ী ভোট হবে সরকারের পক্ষ থেকে; বার বার এমনটা বলা হলেও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড় বিএনপিসহ সমমনা দলগুলো। আর এ দাবিতেই চলছে হরতাল অবরোধের মতো কর্মসূচি। মামলা ও গ্রেপ্তার আতঙ্কে কিছুটা কোণঠাসা বিএনপি। তবে সক্রিয় রয়েছে সমমনা দলগুলো।
এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ বলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল করাই আমাদের মূল লক্ষ্য। এ কারণেই প্রাথমিক পর্যায়ে আলোচনার মাধ্যমে বিএনপি অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে। এরপর অবরোধ ঘেরাওসহ আরও কর্মসূচি বাকি রয়েছে। এগুলো যদি প্রয়োজন না হয়, তাহলে সরকারকে বিব্রত করে লাভ কি।
তিনি জানান, শান্তিপূর্ণভাবেই সরকারকে আহ্বান জানানো হবে পদত্যাগের। দাবি না মানলে দেয়া হবে ঘেরাওয়ের মতো কর্মসূচি। বিএনপিসহ চলমান আন্দোলনে থাকা দলগুলোকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হবে না। বিএনপির হাইকমান্ডসহ সব দলের নেতাদের সঙ্গে আলোচনা করেই আগামীর করণীয় ঠিক করা হচ্ছে।
খুলনা গেজেট/কেডি