আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচীর মধ্যে ২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে শহীদ হাদিস পার্কে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। এসময়ে থানা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করবে। সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান, সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয় হতে প্রভাত ফেরি এবং প্রভাত ফেরি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিএনপির দুই দিনের কর্মসূচি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুইদিনের কর্মসূচি গ্রহন করেছে খুলনা বিএনপি। খুলনা মহানগর ও জেলা বিএনপির কর্মসূচিসমূহ
হচ্ছে- ২০ ফেব্রুয়ারি রাত ১০টায় দলীয় কার্যালয়ের সামনে জমায়েত এবং ১২টা-০১ মিনিটে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন। ২১
ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে ভাষা শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে মিজানুর রহমান মিলটন কর্মসূচির তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া কেডি ঘোষ রোডস্থ বিএনপির কার্যালয়সহ নগরী ও জেলার সকল দলীয় কার্যালয় সমূহে ২১ ফেব্রুয়ারি সুর্য্যদ্বয়েরর সাথে সাথে ভাষা শহীদদের স্মরণে জাতীয় ও দলীয় পতাকা অধনমিত রাখবে। উত্তোলন করা হবে কালো পতাকা।
সিপিবি
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে শহীদ মিনারে রাত ১২:০১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে পুষ্পমাল্য প্রদান করা হবে। এ সময়ে উপস্থিত থাকবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।