খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বুধবারের মধ্যে দাবি পূরনের আশ্বাসে সচিবালয়ের সামনে থেকে সরে দাঁড়িয়েছে জবির শিক্ষার্থীরা, অব্যাহত থাকবে ক্যাম্পাস শাটডাউন
  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

আন্ত:বিশ্বিবদ্যালয় অফিসার্স ফেডারেশনের সাথে কুয়েট অফিসার্স এসোসিয়েশনের মতবিনিময় 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আন্ত:বিশ্বিবদ্যালয় অফিসার্স ফেডারেশন এর সাথে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আন্ত:বিশ্বিবদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আন্ত:বিশ্বিবদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোঃ মোর্শেদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আন্ত:বিশ্বিবদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, সহ-সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু, যুগ্ম মহাসচিব মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম হিরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মোঃ এরশাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশণী মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে বিশ্বিবদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!