“পুরানো বন্ধু কাছে পেয়ে ফুটছে মুখে হাসি, তাইতো আজ মনে আনন্দ পুনর্মিলনের হাসি”।
সত্যিই তাই। দীর্ঘদিন পর পুরানো বন্ধুদের সান্নিধ্য পেয়ে সবার মুখে ছিলো অমলিন হাসি। আনন্দ আর উচ্ছ্বাসে মেতে ছিলো তারা। স্বপরিবারে আনন্দের অংশীদার হয়েছিলো। পুনর্মিলনী অনুষ্ঠানে ছিলো জমকালো আয়োজন। বিদ্যালয়ের ভবনগুলি বাহারি রংয়ের আলোকসজ্জায় সজ্জিত করা হয়। দিনব্যাপী ছিল নানা আয়োজন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ঐতিহ্যবাহী দীঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচের ২৫ বছর উপলক্ষ্যে পুনর্মিলনী অনুষ্ঠান বিদ্যালয়ের ইনডোর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি খান নজরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মুজিবুর রহমান, পরিতোষ কুমার পাল, রাধা রানী মণ্ডল, শ্যামা প্রসাদ ঘোষ, বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, বিদ্যালয়ের বর্তমান শিক্ষক বসন্ত মল্লিক, ক্রীড়া শিক্ষক মোল্যা রেজাউল ইসলাম রিজু, সহকারী শিক্ষক মেহেদী হাসান প্রমুখ।
খুলনা গেজেট/ টিএ