মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে নির্বাচন অনুসন্ধান কমিটির দেওয়া শোকজের জবাব দিয়েছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান। আজ শুক্রবার বিকেল পৌনে ৪টার অনুসন্ধান কমিটি প্রধান মাগুরার বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদারের কাছে লিখিত জবাব দেন সাকিব।
এ বিষয়ে সাকিব আল হাসানের আইনজীবী সাজেদুর রহমান সংগ্রাম বলের, ২৯ নভেম্বর সাকিব আল হাসান মাগুরায় আসেন। তখন কামারখালী এলাকায় তাঁর ভক্ত ও উৎসুক জনতা ভিড় করেন এবং তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ভক্তরা।
সেখানে কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। কিংবা দলীয় কাউকে তিনি ডাকেননি। আমরা নোটিশের জবাবে এসব কথা উল্লেখ করেছি। ভবিষ্যতে আমরা এসব বিষয়ে সতর্ক থাকব। আইন মেনে চলব।
মাগুরা জজ আদালত থেকে বেরিয়ে সাকিব আল হাসান সাংবাদিকদের বলেন, গত ২৯ তারিখে আমি ঢাকা থেকে মাগুরায় আসার সময় আমার ভক্তরা আমাকে শুভেচ্ছা জানান। আমি নির্বাচনে প্রথমবার অংশ নিচ্ছি। কিছু ভুল ত্রুটি হতে পারে।
যখন আমি সব নিয়ম কানুন জানব, বুঝব তারপর এ ধরনের কিছু ঘটলে সেটি আমার দোষ অপরাধ হতে পারে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আগামীতে যেন এরকম ঘটনা না ঘটে সেদিকে আমি দৃষ্টি রাখব।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে সাকিব আল হাসানকে ওই চিঠি পাঠান অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাকিব আল হাসান গতকাল বুধবার ঢাকা থেকে মাগুরা আসার পথে কামারখালী এলাকায় শোডাউন নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন।
এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা-২০১৮ এর লঙ্ঘন করেছেন।
খুলনা গেজেট/ এএজে