শিরোমণির ঐতিহ্যবাহী দিশারী যুব পর্ষদের উদ্যোগে ঈদুল আযহাকে সামনে রেখে এবং করোনাভাইরাসের প্রাদূর্ভাবে আটরা গিলাতলা ইউনিয়নের চার শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ২৯ জুলাই বুধবার বেলা ১১টায় শিরোমণি দিশারী যুব পর্ষদের সামনে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন।
উদ্বোধক অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মাদ শাহীন আলম, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, ৩৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, ইউপি সদস্য আব্দুস সালাম।
দিশারী যুব পর্ষদের সাধারণ সম্পাদক কাজী আজাদুর রহমান হিরকের সার্বিক পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন মোল্যা কওছার আলী, গাজী হুমায়ুন কবির ইমলাক, শেখ জাকির হোসেন, কাজী হুমায়ুন কবির, মীর সিরাজুল ইসলাম, অধ্যাপক শেখ মেজবাহ উদ্দীন জুয়েল, শেখ আফজাল হোসেন, মোল্যা এনামুল হক লিটন, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, শেখ শাহিনুর রহমান, শেখ ওমর ফারুক মিন্টু, বাবুল আক্তার, মোল্যা নাজমুল ইসলাম রনি, এমদাদুল হক, মোড়ল আসাদুজ্জামান, জাহিদুর রহমান, রাকিব, রিয়াজ, বিপ্লবসহ দিশারী যুব পর্ষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আটরা গিলাতলা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের প্রায় চার শতাধিক পরিবারকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খুলনা গেজেট/এনএম