চলমান কোটা বিরোধী আন্দোলনের ৫ম দিনের কর্মসূচি হিসেবে আজ সোমবার খুলনার সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, আজ দুপুর ২টা ৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করবে শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর গল্লামারী মোড় হয়ে সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে গিয়ে শেষ হবে। এরপর ওই মোড়ে অবস্থান নিবে তারা।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটাব্যবস্থার সংস্কারের দাবিতে ২০১৮ সালে বড় ছাত্র আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের জেরে এক পরিপত্রের মাধ্যমে সরকার কোটাব্যবস্থাই বাতিল করে দেয়। সম্প্রতি এক রিটের পরিপ্রেক্ষিতে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটার অংশটি বাতিল করেন উচ্চ আদালত। এরপর আবারও শুরু হয়েছে আন্দোলন।
এর প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার (৪জুলাই)ও শুক্রবার (৫জুলাই) বিক্ষোভ মিছিল করে নগরীর জিরো পয়েন্ট এলাকায় এবং ৬ ও ৭ জুলাই অবরোধ করে নগরীর শিববাড়ি এলাকায়।