খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আজই লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া

আজ থেকে খুলনার ৬ স্থানে ‘বিনা লাভের দোকান’

নিজস্ব প্রতিবেদক

খুলনা নগরীর ছয়টি স্থানে আজ রোববার থেকে আবার বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ‘বিনা লাভের দোকান’। শিক্ষার্থীরা বলছেন, ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে তাদের এ উদ্যোগ।

১৮ অক্টোবর শুক্রবার বিকালে তারা নগরীর শিববাড়ী মোড়ে বিনা লাভের দোকান পরিচালনা করেন। প্রতি শুক্রবার এই দোকান চালানোর ঘোষণা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃষ্টির কারণে ওইদিন দোকান বসেনি। তবে আজ থেকে প্রতিদিন নগরীর ছয়টি স্থানে এ দোকান বসবে।

শিক্ষার্থীরা জানান, নগরীর শিববাড়ী মোড়, বয়রা বাজার মোড়, নতুন বাজার মোড়, গল্লামারী হল রোড মোড়, দৌলতপুর বাসস্ট্যান্ড ও খালিশপুর বিআইডিসি রোডের চিত্রালী মার্কেটে চালানো বসবে এই দোকান। চলবে সকাল ৬টা থেকে ১১টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। এসব দোকানে বাজারের তুলনায় কম দামে মসুর ডাল, ডিম, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও তিন থেকে চার ধরনের সবজি বিক্রি হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। নগরীর ৩১টি ওয়ার্ডে এ দোকান চালুর পরিকল্পনা রয়েছে তাদের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য হৃদয় ঘরামী বলেন, প্রথম দিন ক্রেতার ভালো সাড়া ছিল। তবে ব্যাগ দিতে গিয়ে ৩০০ টাকা ভর্তুকি দিতে হয়েছে। এ অভিজ্ঞতা থেকে ব্যাগের একটি মূল্য নির্ধারণ করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার অন্যতম সমন্বয়ক মুহিবুল্লাহ মুহিব বলেন, বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম স্থিতিশীল করা আমাদের প্রধান লক্ষ্য। যতদিন বাজার স্থিতিশীল না হচ্ছে, ততদিন আমাদের কার্যক্রম চালু থাকবে।

 

খুলনা গেজেট/হিমালয়




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!