খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

কবি রশিদা আকতারের কব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

গেজেট ডেস্ক

গীতিকবি রশিদা আকতার (রসু)-র চারটি কব্য গ্রন্থের প্রকাশনা উৎসব আজ। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬মে) খুলনা প্রেস ক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে জনান্তিক, প্রকাশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জনান্তিক, প্রকাশনার পক্ষে শিল্পী রফিক উল্যাহ লিখিত বক্তব্যে বলেন, রশিদা আকতার (রসু) ব্যাক্তি জীবনে মানবতাবাদী কর্মের পাশাপাশি অভিনয়, লেখালেখি ও শিক্ষকতায় জড়িত আছেন। তিনি দেশের বিভিন্ন পত্র-পত্রিকা, বেতার, টেলিভিশনসহ নানা মাধ্যমে কবিতা, গান, ছড়ানৃত্য পরিবেশন করেছেন। তার বিভিন্ন সময়ে প্রকাশিত কবিতা নিয়ে চারটি গ্রন্থের প্রকাশনা উৎসব ১৭ মে, খুলনা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সাহিত্যপ্রেমিসহ সকল শ্রেণিপেশার মানুষকে আমন্ত্রন জানানো হয়েছে।

তার চারটি বইয়ের মধ্যে রয়েছে, ‘হৃদয় ছুঁয়ে’, ‘অতল সুরের সন্ধানে’, ‘অগ্নিপথ’ এবং ‘ছড়িয়ে দিলাম ছড়ার আলো’। তার লেখা ‘হৃদয় ছুঁয়ে’ কাব্যগ্রন্থে রয়েছে বিভিন্ন মাত্রার প্রেমের কবিতা। ‘অতল সুরের সন্ধানে’ গ্রন্থে রয়েছে লোকগীতি, গণসঙ্গীত, স্বাধীনতার গান, সময়ের গান, একুশের গান, নারী ও জাগরণের গান, নববর্ষ ও বৃষ্টির গান, উৎসবের গান ও স্মরণ শ্রদ্ধার গান। ‘অগ্নিপথ’ গ্রন্থে রয়েছে প্রতিবাদি গান। ‘ছড়িয়ে দিলাম ছড়ার আলো’ শিশু-কিশোরদের মেধাবিকাশ, শরীরচর্চা, নাচ-গান, আবৃত্তি ও অভিনয় সহযোগী একটি গ্রন্থ। যা শিশুদের খুব সহজেই বিষয়গুলোকে বুঝতে শেখায়।

রশিদা আকতার (রসু) লেখালেখির পাশাপাশি সামাজ কল্যাণমূলক কাজের সাথে সব সময় জড়িত আছেন। লেখালেখি ও তার পরিচালিত শিশুদের জন্য রয়েছে ‘অরতীর্থ বিদ্যাপিঠ’, ‘সহজপাঠ শিশু কানন’ এবং আশ্রয়হীন দরিদ্র অসহায় নারী ও শিশুদের জন্য রয়েছে আশ্রয়কেন্দ্র ‘শান্তিসদন’। তার সাংস্কৃতিক জীবনে রয়েছে নানা কর্মকান্ড। শিশু বয়সে তিনি লেখালেখির পাশাপাশি সঙ্গীত-নৃত্যের সাথে সম্পৃক্ত ছিলেন। পরে তিনি উদীচী শিল্পী গোষ্ঠির সাথে যুক্ত হন।

বর্তমানে তিনি শিক্ষকতার পাশাপাশি নানা ধরনের সমাজ কল্যাণমূলক কাজের সাথে নিজেকে যুক্ত রেখেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!