‘দলীয় প্রধান নয় আমি এমপির দল করি’ মোবাইল ফোনে এমন দম্ভোক্তিকারী পাইকগাছা উপজেলা যুবলীগ নেতা আজিজুলকে দলীয় সকল কর্মকান্ডে অংশ গ্রহণে নিষিদ্ধ করেছে খুলনা জেলা যুবলীগ।
এদিকে পাইকগাছা উপজেলা যুবলীগের তাৎক্ষনিক সভার মাধ্যমে আজিজুলকে বহিস্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগ সুত্রে এসব তথ্য জানা গেছে।
পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক শীর্ষ নেতা জানান, পাইকগাছা উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আজিজুল হাকিম মোবাইল ফোনে চাদঁখালী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মুনসুর আলী গাজীর সাথে বেশ অশোভন আচরণ করেন। ওই ফোন আলাপের এক পর্যায়ে তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রীর দল করিনা, আমি দলীয় সভানেত্রীর দল করি না। আমি এমপি আক্তারুজ্জামান বাবুর দল করি। বাবু যে দিন দল করা ছেড়ে দেবে আমিও সেদিন দল ছেড়ে দেবো। ”
আজিজুল হাকিমের এ ফোনালাপটি ভাইরাল হলে পাইকগাছাসহ জেলা জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। চাদঁখালী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মুনসুর আলী গাজী এ যুবলীগ নেতার শাস্তির দাবি জানিয়ে উপজেলা আওয়ামী লীগের কাছে একটি অভিযোগ করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক উপজেলা যুবলীগকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার তাগিদ দিলে এক জরুরী সভার মাধ্যমে আজিজুল হাকিমকে বহিস্কারের সুপারিশ করে জেলা যুবলীগের কাছে প্রেরণ করেন।
জেলা যুবলীগের সদ্য বিদায়ী সভাপতি ( এখনও নতুন কমিটি না হওয়ায় দায়িত্বরত) মোঃ কামরুজ্জামান জামাল সুপারিশনামা পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ইতিমধ্যে পাইকগাছা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছে আজিজুল হাকিমকে সকল দলীয় কর্মকান্ডে অংশ গ্রহন থেকে বিরত রাখার। বঙ্গবন্ধুর আর্দশ হৃদয়ে লালন করতে না পারলে আওয়ামী লীগের কর্মী হওয়া যায় না। আর বঙ্গবন্ধু কন্যা হচ্ছেন দলের বর্তমান সভানেত্রী। সভানেত্রী থাকলে দল থাকবে আর দল থাকলে কর্মী থাকবে উল্লেখ করে তিনি বলেন, আজিজুল হাকিমের বিরুদ্ধে যদি দলীয় প্রধানকে নিয়ে কটুক্তির প্রমান পাওয়া যায় তাহলে সাংগঠনিক ভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
খুলনা জেলা যুবলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান বাবু এম পি বলেন, সব কিছু সাংগঠনিক নিয়মেই হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী বলেন, পাইকগাছা উপজেলা যুবলীগ আজিজুল হাকিমকে বহিস্কার করেছে। আমরা জেলা আওয়ামী লীগ এ বহিস্কারকে স্বাগত জানিয়েছি।