বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার, এই স্লোগানকে সামনে রেখে খুলনার রূপসায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে শনিবার সকাল ১১ টায় কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রূপসা উপজেলা মহিলা বিষয়ক অফিসার হাসি রানী রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশের রিজিওনাল ইনচার্জ মো: জাকারিয়া, রূপসা থানার এএস আই লিপি খানম।
বিশেষ অতিথির বক্তব্যে মো. জাকারিয়া বলেন, কন্যাশিশুদের বিকশিত হওয়ার প্রতিটি পদক্ষেপে এবং তথ্য–প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন। তাহলে তারা যোগ্য ও দক্ষ নাগরিক হয়ে উঠবে এবং আগামীর উন্নত–সমৃদ্ধ ‘স্মার্ট’ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
অনুষ্ঠানের সভাপতি হাসি রানী রায় তাঁর বক্তব্যে বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে কন্যা শিশুদের অধিকার রক্ষায় আরো বেশি সচেষ্ট হওয়া প্রয়োজন। আজকের কন্যাশিশুর মধ্যেই সুপ্তভাবে বিরাজ করছে আগামী দিনের আদর্শ মা এবং একটি শিক্ষিত সমাজের নেতৃত্ব দানে পারদর্শী সুযোগ্য সন্তান।
এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
খুলনা গেজেট/ টিএ