সারাদেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি সোমবারও দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বলা হয়েছে, এর প্রভাবে বাড়তে পারে শীতের তীব্রতা।
আবহাওয়া পরিস্থিতি নিয়ে সোমবার সকালে এসব পূর্বাভাস দেন সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। তিনি জানান, আজকেও ঢাকাসহ সারাদেশে গতকালের মতো গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে।
গুঁড়িগুঁড়ি বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা কমতে পারে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, এ সময় তাপমাত্রা কিছুটা কমবে। ফলে তুলনামূলক বেশি শীত অনুভত হবে। এ অবস্থা দুই-একদিন থাকতে পারে। এ সময় সারাদেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এরপর আবহাওয়া আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে।
২৪ ঘণ্টার পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় গুঁড়িগুঁড়ি, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
খুলনা গেজেট/এনএম