খুলনা, বাংলাদেশ | ১৮ মাঘ, ১৪৩১ | ১ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
  যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ৬ আরোহি নিয়ে বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

আগে রাস্ট্র সংস্কার পরে নির্বাচন: ইসলামী আন্দোলনের মহাসচিব

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, ক্ষমতায় গিয়ে সংস্কার জনগণ বিশ্বাস করে না। ইতিপূর্বে অনেক দলীয় সরকারই ক্ষমতায় ছিল। কিন্তু কেউই সংস্কারের ক্ষেত্রে গুরুত্ব দেয়নি। দেশের মানুষের কল্যানের জন্য আগে রাষ্ট্র সংস্কার করতে হবে, পরে নির্বাচন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা অভূতপূর্ব ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের বিলুপ্ত করেছি। পরবর্তীতে আমরা কী দেখলাম সংস্কার ও নির্বাচন নিয়ে ঐক্য দুটি ভাগ হয়ে গেছে। যার কারণেই আজকে আলোচনা করতে হচ্ছে। ফ্যাসিবাদে জায়গাগুলো দখল করে দখলদারিত্ব করছে অন্য একটি দল। যা সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন বড় একটি দল। বিভিণ্ণ ওয়াজ মাহফিলে গিয়েও আলেমদের সাথে খারাপ আচরণ করছে। কেউ যদি ফ্যাসিবাদি আচরণ করে, তাহলে তাদের অবস্থাও ৫ আগস্টের মত হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী।

এসময় আরও বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসাইন, সহ-সভাপতি মাষ্টার মাকবুল হোসেন, এইচ এম সাইফুল ইসলাম, ফকির শহিদুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী মাওলানা ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মুফতী নুরুজ্জামান, মাওলানা নাসরুল্লাহ, উপদেষ্টা মাওলানা আশেকুর রহমান,মাওলানা আ: কাউয়ুম,মাওলানা শাহজালাল সিরাজী,যুব নেতা মাওলানা এস আবু বকর, সালমান আশরাফী,এইচ এম ঈসমাইল হোসেন, ছাত্র নেতা এইচ এম মুহাম্মাদুল্লাহ, মাহদী হাসান জুনায়েদ, মু.মুহিব্বুল্লাহ, আল-মাশকুর।

সম্মেলন শেষে বাগেরহাট জেলা ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটির ৬ সদস্যের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেন, হাফেজ মাওলানা মাহফুজুর রহমান সভাপতি, সহ-সভাপতি ফকির শহিদুল ইসলাম, মাও. ফারুক হোসাইন, এইচ এম সাইফুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন ও জয়েন্ট সেক্রেটারি মুফতি মোঃ নুরুজ্জামান। নতুন দায়িত্বপ্রাপ্তদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!